-
Abroma augustum:
Abroma augustum, sometimes written Abroma augusta,Devil’s cotton, উলটকম্বল বা ওলটকম্বল is a species of Abroma (Sterculiaceae, or Malvaceae in some classifications). It has dark red flowers with an characteristic and unusual appearance. It is widely distributed in Asia.
ছবি (১)- গাছ।
ছবি (২)- ফুলের সাথে ডাল।
ছবি (৩)- ফলের সাথে ডাল।
এই একটি গাছ যার ২ ধরনের পাতা একই সময় গাছে থাকে। তবে ছোট ছোট পাতা গুলো যে ডালে ফল ধরে সেই খানে থাকে। আর লম্বা ডাটার সাথে বড়ো পাতা গাছের মুল কান্ডের সাথে থাকে।
ডক্ট্রিন অফ সিগনেচার হচ্ছে; ফল যে ডালে আসে সেখানে ভিন্ন ধরনের পাতা আসে। এই ক্ষেত্রে নারী রোগীদের সন্তান সম্ভোবা হবার পরে নতুন ধরনের শারিরিক লক্ষন দেখা দিবে, যে লক্ষন তাদের শরিরে সন্তান ধারনের আগে ছিলো না। নতুন পাতা ফুল আসার সাথে সাথে গজাতে শুরু করে; তার অর্থ নারীরা যৌবন প্রাপ্ত হবার পর থেকে তাদের শরিরে রোগের নতুন লক্ষনের শুরু হতে পারে!!!!? এই ধরনের নারীদের রোগের এর ক্রিয়া থাকতে পারে!!!!!?
Hi