-
@rasel @mohammadaslam
ধাতুগত লক্ষন, মায়াজম, রোগ ও সিমিলিমাম মেডিসিনঃ
★★★ লোহাতে মরিচা ধরার জন্য উপযুক্ত পরিবেশ লাগে। এবং এই অবস্থাতে অনেক দিন থাকলে তবেই মরিচা ধরে। এখানে যদি লোহা মানব শরির হিসেবে চিন্তা করি; তবে উপযুক্ত পরিবেশ হচ্ছে এক্সাইটিং, মেইনটেইনিং ও হ্যানিমানিয়ান ফান্ডামেন্টাল মায়াজম। কথা হচ্ছে মানুষ সব সময় এক্সাইটিং ও মেইনটেইনিং কারনের সাথে থাকে না। আবার সব এক্সাইটিং ও মেইনটেইনিং কারণ মানুষের শরিরে সব সময় প্রভাব ফেলতে পারেও না। এই প্রভাব ফেলার অবস্থানটা নির্ভর করে মায়াজমের উপরে। যে মায়াজম জন্ম থেকে বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষের মানসিক, শারিরিক গঠন কাঠামো তৈরিতে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। মাহাত্তা হ্যানিমান তাই মায়াজমকে রোগের প্রধান কারন হিসেবে নির্দেশ করে গেছেন।
★★★এবার আসি মানসিক ও শারিরিক ধাতুগত গঠন কাঠামোর সাথে রোগ ও মেডিসিনের সিমিলিমামের সম্পর্ক। ধাতুগত লক্ষন দেখলে আমরা মায়াজমের অবস্থান বুঝতে পারবো, যে কিভাবে এই রোগীর মানসিক ও শারিরিক ডিভিলপ হয়েছে। তখন এই রোগের মুল কারনটার চিকিৎসা করার পথ খুজে পাওয়া যাবে। হ্যানিমান সোরাকে সকল রোগের মুল কারন হিসেবে নির্দেশ করেছেন। এই ধাতুগত লক্ষনের সাথে সিমিলিমাম করে যে মেডিসিন প্রয়োগ হবে; সেটাও কিন্ত সেই মায়াজমের প্রভাব ও সেই আদিম রোগের প্রভাবকে নিয়ন্ত্রন করার জন্যই প্রয়োগ করা হবে। সেটা মানসিক কি শারিরি লক্ষন যেটাই হোক।
ক্যাল্কেরিয়া কার্ব কেনো থল থলে মোটা হবে? এবং গ্রাফাইটিস মোটা হবে কিন্ত কেনো ক্যাল্কেরিরা কার্বের মতো মোটা হবে না? কেনো পালসেটা শান্ত চরিত্রের? সেখানে নাক্স ভমিকা কেনো খিট খিটে? আর একোনাইট কেনো ভয়ে ভরা? স্ট্যাফিসেগ্রিয়া কেনো চিকিৎসক চেঞ্জে পটু? কেনো সিফিলিনাম বারে বারে হাত পানিদিয়ে ধুয়ে পরিষ্কার করবে? সবই সেই আদিম দোষ মায়াজমের ব্যাক্তিভেদে এক এক অবস্থান।